দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে ?
লক্ষী-সুরাে, গন্ শা-কেতাে, কোমর বেঁধেছে।
ময়ূর-প্যাচা, হাঁস ও ইদুর, ওরাও সাথে যাবে
পাঁচ-ছ’টা দিন, তাক-ধিনা-ধিন, মজা ক’রেই খাবে 🚩
এমন মাতৃবন্দনার হাজারো সুরে, সুরের মূর্ছনায় রাঙাতে আগামী ১লা অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সাবিত্রী আশ্রম দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আয়োজন হয়েছে শারদীয়ার মাতৃবন্দনার...
উক্ত মাতৃবন্দনায় আপনি/আপনাদের সবান্ধবে উপস্থিতি কামনা করছি🙏🏿
নিবেদনে
সভাপতি
প্রকৌশলী শ্রী শুভ দাশ (রনি)
সাধারন সম্পাদক
এডভোকেট প্রসেনজিৎ চৌধুরী (মিশু)
এবং সাবিত্রী আশ্রম দুর্গাপূজা উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ🙏🏿🚩
#দেখা_হবে_শারদীয়ায়
Follow on us on FB Page সাবিত্রী আশ্রম
Follow n us on Group পটিয়া সাবিত্রী আশ্রম
মহালয়ার কিছু স্মৃতিরোমন্থন
মহালয়া আর আকাশ বাণীতে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে চন্ডিপাঠ এ যেনো সনাতনীর এক অমলিন এতিহ্য🚩
এক সময় পরিবারের রেডিওতে শর্ট ওয়েবে আকাশবাণী শুনতাম মহালয়ার দিন ভোরে।✔️ অনেক সমস্যা আর সাউণ্ড সিস্টেম এর প্রচন্ড উৎকটেও বিন্দুমাত্র টলানো যেতো কাউকে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডিপাঠ শোনা থেকে..✊
আজ যুগ পাল্টে গেছে ঠিকই, শর্ট ওয়েবে চন্ডিপাঠ শোনা এখনকার সময়ে অনেকটা অসম্ভব হলেও নতুন যুগের AIR. এর APP টা যখন আজকে বাংলাদেশ সময় ৫.৩০ এ অন করে বাংলা সম্প্রচার সিলেক্ট করলাম তখন চিরাচরিত নিয়মে ভেসে এলো শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই ভারি কন্ঠে চন্ডিপাঠ🙏🏿
সত্যি অসাধারণ অভিজ্ঞতা যুগের সাথে তাল মিলিয়ে সেবাতে নতুন প্রযুক্তি যুক্ত করলেও আকাশবানী ভোলেনি তার সেই বাঙালির চিরায়িত প্রকৃতিকে❤️
ভালো থেকে প্রিয় All India Radio - Akashvani
এবং প্রিয় শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
No comments:
Post a Comment