![]() |
প্রতিকি ছবি |
প্রিয় সনাতনী, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ২২ জুলাই রোজ শুক্রবার সাবিত্রী আশ্রম প্রাঙ্গনে আসন্ন দুর্গাপূজা ২০২২ এর প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভাতে আসন্ন দুর্গাপূজার সকল বিষয়ে আলোচনা, সিন্ধান্ত ও পরিকল্পনা গৃহীত হয়েছে।
এখানে উল্লেখ্য বিষয় যে, উক্ত সভাতে যারা উপস্থিত হতে পারেন নি তারাও বরাবরের মতোই আমাদের পরিকল্পনার সহযোগী অংশ হিসেবে যথাসম্মানে বিবেচিত হবেন এবং তাদের পরামর্শ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আর উপস্থিত সকলের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ এর মহত্তোর আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করে উদার্ত আহ্বান জানানো হয়েছে।
উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী এই বছরও পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী শ্রী শুভ দাশ (রনি) ও
সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শ্রী প্রসেনজিৎ চৌধুরী (মিশু)
বি:দ্র: সাবিত্রী আশ্রম দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২২ এর পূর্নাঙ্গ কমিটির সদস্যদের নাম ও পদবী শীঘ্রই প্রকাশ করা হবে।
ফেসবুক পেজ লিংক www.Facebook.com/sabitriashrom
ফেসবুক গ্রুপ লিংক fb://group/430823723700885?ref=share
#দেখা_হবে_শারদীয়ায়_২০২২
No comments:
Post a Comment