🙏জয় মা সাবিত্রী। 🙏
আজ ভোরে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেছে সাবিত্রী আশ্রমে। সাবিত্রী আশ্রমের পূজারী রুপন ভট্টাচার্য্য নিত্যদিনের মত ভোরে মন্দিরের কাজে গিয়ে দেখতে পান জানালা ভেঙ্গে চোর মায়ের মন্দিরে ঢুকে সিসিটিভি ক্যামেরা, মনিটর, ডিভিআর মেশিন, দান বাক্স সহ আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে গেছে এবং স্টোর রুমের মালপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পরে আছে।
উক্ত ঘটনা জানার পর সাবিত্রী আশ্রম কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ের সুচিন্তিত দিকনির্দেশনা মোতাবেক পটিয়া থানাকে অবহিত করা হয়। থানা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত অফিসার পাঠিয়ে অবহিত হন ও অভিযোগ পত্র গ্রহণ করে আবারও থানার উর্দ্বতন কর্মকর্তা তার সেকেন্ড অফিসারকে নিয়ে সাবিত্রী আশ্রম সার্বিক ভাবে পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সবাইকে এই বলে আশ্বস্ত করেন যে তারা বিষয়টি অতি গুরুত্বের সাথে নিয়ে তার পদক্ষেপ নিবেন। সেই মোতাবেক আজ সন্ধ্যায় থানায় আবারও পূজারি ও কমিটির সহ সাধারণ সম্পাদককে থানায় ডাকা হয়েছে বিষয়টির সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য।
পটিয়া থানা কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ মন্দিরের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পদক্ষেপ নেয়ার জন্য।
সাবিত্রী আশ্রম পরিচালনা কমিটিও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ও সকলের সহযোগিতা প্রার্থনা করছে।
No comments:
Post a Comment