বাবলু দাশ টানা দ্বিতীয়বার সাবিত্রী আশ্রম পূজা কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত


পটিয়া সাবিত্রী আশ্রম আয়োজিত দূর্গাপূজা ২০১৯ইং এর পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু বাবলু দাশ.. পিতা রতন দাশ এর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি সবার বড় সন্তান। তিনি একজন বিশিষ্ট ব্যাবসায়ী।   দেশের বিভিন্ন জায়গায় তিনি একজন স্বনামধন্য ব্যাবসায়ী হিসেবে খ্যাত।  বর্তমানে তিনি

যুগ্ম  সাধারণ সম্পাদক: দোকান মালিক সমিতি, ক্যান্টনম্যান্ট সুপার মার্কেট ও বায়জীদ সুপার মার্কেট

সাধারণ  সম্পাদক: বায়জীদ বোস্তামী বাস কাওন্টার মালিক সমিতি
তার
মালিকানাধীন  প্রতিষ্ঠান: নিউ ইজি ফ্যাশন, , সৌদিয়া বাস কাউন্টার,
 ক্যান্টনম্যান্ট সুপার মার্কেট
ও অর্ণব ট্রের্ডাস

তিনি একজন বড় মনের মানুষ হিসেবে সমাজে অধীক পরিচিত..অমায়িক ব্যাবহারের একজন মানুষকে আমাদের মাঝে পেয়ে আমরা অধীক আনন্দিত।
  সাবিত্রী আশ্রমের পক্ষ থেকে দাদার জন্য ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

No comments:

Post a Comment

সাবিত্রী-সত্যবান এবং সনাতন

  সাবিত্রী ও সত্যবান: একটি ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বিশ্লেষণ সাবিত্রী ও সত্যবানের কাহিনী সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এক নারী-আদর্শ ও প...