অভিনব কায়দায় হিন্দু পরিচয়ে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর
মিঠুন চক্রবর্তী নামে পরিচয় দিয়ে মন্দিরে প্রার্থনা করবে বলে প্রবেশের অনুমতি নিয়ে মূল মন্দিরের ভিতরে ঢুকে প্রতিমা টেনে হিঁচড়ে মাটিতে ফেলে ভাঙচুর চালালো রাশেদুল হাসান নামে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে খোদ রাজধানী ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে! মন্দিরের সাথে যুক্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিরপুর ১১ নম্বর এভিনিউ এলাকায় রাশেদুলের বাসা। মিরপুর বিসিআইসি কলেজ থেকে গত বছর সে এইচএসসি পাস করেছে। কিন্তু বিষয়টা সে গোপন রাখে প্রথমে।
আজ সকাল ৭টায় মন্দির খুলে পরিষ্কার করার সময় ২২ বছরের এই যুবক প্রবেশ করে। এতো সকালে কেন এখানে এসেছেন জানতে চাইলে জানায়, সে এইচএসসি পরীক্ষার্থী তাই প্রার্থনা করতে এসেছে। তার নাম মিঠুন চক্রবর্তী বলে পরিচয় দেয়। সে প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রায় ১০ মিনিট প্রার্থনা করে। আশাপাশে কেউ না থাকায় ভেতরে গিয়ে প্রতিমা টেনে নীচে ফেলে দেয় এবং ভাঙচুর করে। প্রতিমা পড়ে যাওয়ার আওয়াজ শুনে ভেতরে থাকা পুরোহিতের সহকারী ও পরিচ্ছন্নকর্মী দৌড়ে গিয়ে যুবককে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে দেয়া হয়। তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করছি সেইসাথে এই দুর্বৃত্তকে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Subscribe to:
Post Comments (Atom)
সাবিত্রী-সত্যবান এবং সনাতন
সাবিত্রী ও সত্যবান: একটি ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বিশ্লেষণ সাবিত্রী ও সত্যবানের কাহিনী সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এক নারী-আদর্শ ও প...

-
গীতা পাঠ শুরুর প্রারম্ভে মনের পবিত্রতার সহিত পবিত্র বস্ত্র পরিধান করে শ্রীগীতা পাঠের জন্য পবিত্র স্থান বা আসন পেতে উত্তর বা পূর্ব-মুখ করিয...
-
ভৈরব মন্দির ভৈরব প্রতিমা বর্ননাঃ শিবের অংশ অস্ত্র :ত্রিশুল সঙ্গী : ভৈরবী বাহন :কুকুর ভৈরব’ সংস্কৃত শব্দ, এর অর্থ ‘ভয়ঙ্ক...
-
আজ কিছু নিত্য প্রয়োজনীয় মন্ত্র দেয়া হল ১। সকল কাজের আগে এবং কোন কিছু শুরু করার পূর্বে বলুন - ওম বিষ্ণু স্মরনম / হরে কৃষ্ণ - অর্থাৎ হে প...
No comments:
Post a Comment