গীতাপ্রেমী নিশি আচার্য্য🙏🙏🙏🙏
বয়স আর কত হবে??? এই ধরুন ১৯/২০ বছর। অথচ এই বয়সে সে নিয়মিত গীতা কিনে বিভিন্ন স্কুলে দান করে, খুঁজে খুঁজে অনাথ আশ্রমে যাই অনাথ শিশুদের মুখে একবেলা অন্ন তুলে দিতে, কোথাও কোন অসহায় বা নির্যাতিত হিন্দুর দুরবস্থা জানতে পারলে চেষ্টা করে নিজের সামর্থ্যের যতটুকু সম্ভব সহযোগিতা করতে। কখনো নিজের পড়াশোনার খরচ থেকে বাঁচিয়ে কখনো হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে সেই স্কুলজীবন থেকে আজ পর্যন্ত এভাবেই নিজের মতো করে এইসব কাজ সবার অগোচরে করে যাচ্ছে। সে গর্ব করেই বলে তার কাছে নিজের ধর্ম আর স্বজাতি প্রেম সবার আগে। আমি নিশি আচার্য্য দিদিভাইয়ের কথা বলছি, তার বাড়ি সন্দ্বীপ, বর্তমানে চট্রগ্রামের একটি সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছে। লেখাপড়ার পাশাপাশি এভাবেই স্বজাতি এবং স্বধর্মের জন্য নিজের মেধা আর শ্রম সবটুকুই ঢেলে দিচ্ছে। বর্তমান প্রজন্মের হিন্দু তরুন এবং যুব সম্প্রদায়কে নিয়ে অনেকে আশাহত বা হতাশা প্রকাশ করেন কিন্তু আমি আশাবাদী। আমাদের হিন্দু সমাজে যতদিন পর্যন্ত নিশি আচার্য্য দিদিভাইয়ের মতো তারুণ্যদীপ্ত মানুষরা থাকবে, ঠিক ততোদিন আমি স্বপ্ন দেখবো, আশাবাদী থাকবো। আমার এই ছোট দিদিটার জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করছি।।
সংগ্রিহিত নিলয় চক্রবর্তী দাদা♥
Subscribe to:
Post Comments (Atom)
সাবিত্রী-সত্যবান এবং সনাতন
সাবিত্রী ও সত্যবান: একটি ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বিশ্লেষণ সাবিত্রী ও সত্যবানের কাহিনী সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এক নারী-আদর্শ ও প...

-
গীতা পাঠ শুরুর প্রারম্ভে মনের পবিত্রতার সহিত পবিত্র বস্ত্র পরিধান করে শ্রীগীতা পাঠের জন্য পবিত্র স্থান বা আসন পেতে উত্তর বা পূর্ব-মুখ করিয...
-
ভৈরব মন্দির ভৈরব প্রতিমা বর্ননাঃ শিবের অংশ অস্ত্র :ত্রিশুল সঙ্গী : ভৈরবী বাহন :কুকুর ভৈরব’ সংস্কৃত শব্দ, এর অর্থ ‘ভয়ঙ্ক...
-
আজ কিছু নিত্য প্রয়োজনীয় মন্ত্র দেয়া হল ১। সকল কাজের আগে এবং কোন কিছু শুরু করার পূর্বে বলুন - ওম বিষ্ণু স্মরনম / হরে কৃষ্ণ - অর্থাৎ হে প...
No comments:
Post a Comment