সাবিত্রী আশ্রমের উত্তরায়ণ সংক্রান্তি পালিত

উপস্থিতির একাংশ  
গত ১৫ জানুয়ারি মহারম্ভরে সাবিত্রী আশ্রমে উত্তরায়ন সংক্রান্তি পালিত হয়েছে..সকাল ১১ টায় শঙ্খ ধনির মধ্য দিয়ে ধর্মীয় আলোচনার আরম্ভ হয়..এতে সভাপতির আসন গ্রহন করেন বাবু কানু গুপ্ত, বিশেষ অতিথি ছিলেন বাবু দুলার চৌধুরী আরো উপস্থিত ছিলেন বাবু কাজল ভট্টাচার্য এবং প্রধান ধর্মীয় বক্তব্য পরিবেশন করেন সনাতনী সমাজের অহংকার অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী...
পরে উপস্থিত সকলকে মায়ের চরণে অর্পিত খিচুড়ি প্রসাদ সকল ভক্তদের বিতরণ করা হয়...আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়..

No comments:

Post a Comment

সাবিত্রী-সত্যবান এবং সনাতন

  সাবিত্রী ও সত্যবান: একটি ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বিশ্লেষণ সাবিত্রী ও সত্যবানের কাহিনী সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এক নারী-আদর্শ ও প...